প্রণালী: কুমড়া ফুলের বোঁটা ফেলে চিরে ধুয়ে নিতে হবে। দু-তিনটা ফুল একসঙ্গে বিছিয়ে ডিম মামলেটের মতো ভাজ করতে হবে। এবার ফুল বাদে অন্য উপকরণগুলো একসঙ্গে দিয়ে পেস্ট বানাতে হবে। ফ্রাইপ্যানে ডিম ভাজার মতো করে তেল গরম করে ভাজ করা ফুলগুলো ডিমে চুবিয়ে ভেজে করে গরম গরম পরিবেশন করুন।
কুমড়া ফুলের ওমলেট
Reviewed by Aaron
on
5:48 PM
Rating:
No comments: