প্রণালী: গাজর মিহি করে কুরিয়ে রাখতে হবে। আলু ও পেঁয়াজ কুচি করে মাখন গরম করে আলু, পেঁয়াজ কুচি হালকা ভেজে গরম স্টকের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে আবার প্যানে ঢালতে হবে। দুধের সঙ্গে কর্ণফ্লাওয়ার গুলিয়ে স্যুপে ঢেলে দিতে হবে। কুরানো গাজর, পুদিনা পাতা ও আধা কাপ টক ক্রিম দিয়ে ৫-৭ মিনি চুলায় রাখতে হবে (সিদ্ধ যেন না হয়); লবণ, চিনি দিতে হবে। চুলা থেকে নামিয়ে সাওয়ার ক্রিম ও পুদিনা পাতা দিয়ে পরিবেশন করতে হবে।
ক্রিম স্যুপ
Reviewed by Aaron
on
6:26 AM
Rating:
No comments: